ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন, এই প্রতিপাদ্য নিয়ে আজ ০৮.০৩.২৩ ইং তারিখ বেলা ১১.০০ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শুভযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উৎযাপিত হয় ।
এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ,উপজেলা চেয়ারম্যান , মেয়র সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনের সুরক্ষা কর্মসূচি নান্দাইল শাখার অফিসার শামীমা আক্তারের নেতৃত্বে পল্লী সমাজের সদস্য, নাট্য কর্মী ও নির্যাতনের শিকার বিভিন্ন ভুক্তভোগী। এ সময় নারীর প্রতি সকল ধরনের বৈষম্য ,নির্যাতন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, সমাজসেবা কর্মকর্তা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষে নারীরা তাদের মর্যাদার আসনে থেকে নিজেদের অধিকার আদায়ের মাধ্যমে ভাল থাকবে নির্যাতন মুক্ত হবে সকল নারী এই প্রত্যাশা ব্যক্ত করে উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসের সমাপ্তি ঘোষনা করা হয়।