1. admin@www.gsnnews24.com : admin : সাহিত্য বিভাগ
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

জাতীয়

শিরোনাম

এশিয়া কাপে যুক্ত হলো নতুন নাম

  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১০৮ Time View

এশিয়া কাপের ১৫তম আসরের পর্দা উঠতে আর মাত্র বাকি কয়েক ঘণ্টা।  বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে আফগানিস্তান।

তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পরিবর্তন হয়ে গেল এশিয়া কাপের।  এশিয়া কাপে যুক্ত হলো নতুন নাম।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং ডিপি ওয়ার্ল্ড যৌথভাবে একটি নতুন টাইটেল স্পনসরের নাম ঘোষণা করেছে।

যার ফলে ছয় দেশের আসন্নটি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে টুর্নামেন্টের নাম রাখা হয়েছে ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপ (DP World Asia Cup2022)।

ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান এবং সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম বলেছেন, ‘আমরা ২০২২ এশিয়া কাপে আমাদের টাইটেল স্পনসরশিপ ঘোষণা করতে পেরে আনন্দিত। এই অংশীদারিত্বটি এই অঞ্চলের নতুন ক্রীড়া দুবাইতে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টগুলোর একটির অংশ হওয়ার একটি অনন্য সুযোগ প্রদান করে। আমরা টুর্নামেন্ট সংগঠক, দল এবং খেলোয়াড়দের সাফল্য কামনা করি।’

নতুন চেহারার ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপে এবার খেলবে ৬ দেশ – বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান এবং হংকং। মোট ১৩টি ম্যাচ খেলা হবে। ২৭ অগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই এবং শারজাহতে হবে ম্যাচগুলো।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews