1. admin@www.gsnnews24.com : admin : সাহিত্য বিভাগ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেনেড-মাইন-মর্টারশেলের বিস্ফোরণে কাঁপল কিশোরগঞ্জের দুই গ্রাম প্রকাশিত সংবাদ প্রসঙ্গে আচারগাঁও মাদ্রাসার অধ্যক্ষের বক্তব্য নান্দাইলের ইতিহাসে মন্ত্রীর প্রথম গনশুনানী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই মিলেমিশে কাজ করুন- পরিকল্পনামন্ত্রী নান্দাইলের উন্নয়নে কর্মকর্তাদের সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী নান্দাইল ট্রেজারী অফিসের অবসরপ্রাপ্ত অডিটর মোঃ হারুন অর রশিদ আকন্দের দাফন সম্পন্ন চিকিৎসার জন্য পরিকল্পনা মন্ত্রীর ৫০ হাজার টাকার চেক পেলেন রুবিনা জমি জরিপ নিয়ে নতুন নির্দেশনা ভূমিমন্ত্রীর এফডিসিতে সাংবাদিকদের ওপর হঠাৎ হামলা মহাসড়কের পাশে মৃত হাতি, মাথায় ক্ষত চিহ্ন, উঠিয়ে নেয়া হয়েছে দাঁত শুধু হাসো- কবি মোঃ আবদুল মালেক

জাতীয়

শিরোনাম

 পুলিশের বিশেষ অভিযানে পল্লী বিদ্যুতের লাইন ম্যান সহ পাঁচজন আটক ॥ ইয়াবা ও মটরসাইকেল উদ্ধার

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ১৪৩ Time View

নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে পল্লীবিদ্যুতের দু’জন লাইম্যান সহ আরও তিনজনকে আটক করেছে। এসময় তাদের নিকট থেকে আটশত পিস ইয়াবা ও দু’টি মটরসাইকেল উদ্ধার করেছে। এছাড়া তাসের মাধ্যমে জুয়া খেলার সময় দু’জুয়ারুকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক জানান,উপজেলার কুজাইল বালিকা বিদ্যালয়ের সামনে মাদক কারবারিরা মাদক বেচা-কেনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পল্লীবিদ্যুতের দু’জন লাইনম্যানসহ তিনজনকে আটক করা হয়।

আটককালে তাদের নিকট থেকে আটশত পিস ইয়াবা এবং বাদক বহনের কাজে ব্যবহৃত দু’টি মটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের কাইকাউস আহম্মেদের ছেলে আব্বাছ আলী (৩৮) ও ইয়ানবী আহম্মেদ (৩০) এবং নওগাঁর আত্রাই উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকার বছির উদ্দীনের ছেলে তারেক রহমান (২৫)। এর মধ্যে তারেক ও আব্বাছ চারঘাট উপজেলায় পল্লীবিদ্যুতের লাইনম্যান হিসেবে কর্মরত।

তিনি আরো জানান,তারা পল্লীবিদ্যুতের লাইনম্যান হিসেবে চাকুরীর আড়ালে অধিক অর্থ আয়ের ধান্দায় মাদক ব্যবসা করে আসছে। আকট তিনজনই আন্ত:জেলা মাদক ব্যবসায়ী। অপর দিকে একই রাতে উপজেলার গোনা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় একই গ্রামের মিজানুর রহমান (৩৮) ও সবুজ হোসেন (৩৩) কে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো:জহুরুল হক।

Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews