জানাযা পূর্ব আলোচনা সভায় মরহুমের কর্মবহুল জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন নান্দাইল রোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সেক্রেটারী সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সমাজ সেবক মো. রফিকুল ইসলাম, আলী আসলাম ভূইঁয়া, অবসর প্রাপ্ত শিক্ষক মো. নেকবর আলী, মাওলানা মতিউর রহমান, নান্দাইল রোড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আনজু, তাবলীগ জামায়াতের আবু বক্কর সিদ্দিক প্রমুখ সুধীজন। উল্লেখ্য মরহুম ডুপি মুন্সী মসজিদ মাদ্রাসার খেদমত সহ এলাকায় একজন নামাজী ও ধার্মিক ব্যক্তি হিসাবে সকলের শ্রদ্ধাভাজন ছিলেন। পরে পংকরহাটি গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। অপরদিকে নান্দাইল রোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ¦ কাজী আতাুর রহমান গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
Leave a Reply