মানিকগঞ্জের হরিরামপুরে হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ বেলা ১১ ঘটিকায় কান্ঠাপাড়া মুক্তিযোদ্ধা ক্লাবের সামনে উপজেলা জাতীয় হিন্দু মহাজোট এর সভাপতি শ্রী উত্তম কুমার দেবণাথ এর সভাপতিত্বে ও উপজেলা হিন্দু ছাত্র মহাজোট এর সভাপতি মিঠুন হালদার (পাখি) এর সঞ্চালনায় উক্ত কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা জাতীয় হিন্দু মহাজোট এর সাধারণ সম্পাদক সুবল কুমার সরকার,উপজেলা হিন্দু মহাজোট এর যুগ্ন সাধারণ সম্পাদক কৃষ হালদার,উপজেলা জাতীয় হিন্দু মহাজোট এর সাংগঠনিক সম্পাদক লিটন হালদার,উপজেলা জাতীয় হিন্দু মহাজোট এর প্রচার সম্পাদক শুধাংশ কুমার রায়।উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন,সরকারি বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয় এর প্রভাষক বাবু রতন কুমার দাস,জাতীয় হিন্দু মহাজোট এর উপদেষ্টা ও সরকারি বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয় এর প্রভাষক নারায়ণ চন্দ্র বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় হিন্দু মহাজোট, জাতীয় হিন্দু যুব মহাজোট,জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ সহ প্রমূখ। এ সময় জাতীয় হিন্দু মহাজোট এর নেতাকর্মীরা সাংবাদিকদের জানায়, যত মত তত পথ,হিন্দু স্বার্থে একমত এই শ্লোগানের প্রতিপাদ্যকে সামনে রেখে হিন্দু শাস্ত্রের হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার পিছুনে যারা ইন্দন দিচ্ছে তাদের ধিক্কার ও তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ হিন্দু শাস্ত্রীয় প্রচলিত আইন বৈদিক শাস্ত্রীয় ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত, বৈদিক শাস্ত্রীয় বিশ্বাস এই আইনের মূল ভিত্তি, আমরা এই প্রচলিত আইনের কোন সংশোধন চাইনা। নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোরদার দাবি, বিষয়টি খতিয়ে দেখে ওপর মহলে অতিদ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক।