মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নটাখোলা উচ্চ বিদ্যালয়ের খেলা মাঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান এর শুভ উদ্বোধনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজ, লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক চেয়ারম্যান আলমাছ মাতবর ,অত্র এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীবৃন্দ সহ প্রমুখ।উক্ত খেলার মাঠ পেয়ে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী, বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক কর্তৃপক্ষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।