হরিরামপুরে গলায় ফাঁস নিয়ে এক যুবকের আত্মহত্যা।মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন পিয়ারচর গ্রামের মো:হান্নান বিশ্বাস এর পুত্র আলেফ বিশ্বাস (২৮) নামের এক যুবক পারিবারিক কলোহলের কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।সূত্রে জানা গেছে, মৃত: আলেফ বিশ্বাস একজন ইটভাটা শ্রমিক। গত (১৮মে) তারিখ প্রতিবেশী আঃ রব (৩৫) এর সাথে তার ঝগড়া হয়। সেই বিষয় নিয়ে গতকাল সোমবার (২২মে) তার মায়ের সাথে কথা কাটাকাটি নিয়ে মনোমালিন্য হয় ।
পরবর্তী সময়ে মায়ের সাথে রাগ করে আলেফ বিশ্বাস (২৮) নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু তার বাবা জানতে পেয়ে ঘরের বেড়া ভেঙে উদ্ধার করে এবং তাকে শাসন করেন। শাসন করার পর থেকে আলেফ বিশ্বাসকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ মঙ্গলবার সকাল ৬টার সময় পিয়ারচর সাকিনস্থ মৃত ইউনুস আলীর বাড়ির পাশে আম গাছের ডালের সাথে আলেফ বিশ্বাস তার স্ত্রীর ওড়না দিয়া গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় এলাকাবাসীরা দেখতে পান । পরে হরিরামপুর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করেন। এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য সাংবাদিকদের জানান, লাশের সুরতহাল করে প্রতিবেদন প্রস্তুত সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে।