মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প:প: কর্মকর্তার  বিদায়ী সংবর্ধনা ও নবাগত কর্মকর্তা ডা:মেহেরুবা পান্নার বরণ অনুষ্ঠিত ফেইসবুক লাইভে সার্টিফিকেট পোড়ানো মুক্তাকে চাকরি দিলেন আইসিটি প্রতিমন্ত্রী সংঘাতে নয়, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী : প্রধানমন্ত্রী নান্দাইলে মরহুম আব্দুল জলিল মানবকল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রছাত্রীদের মাঝে বিনামুল্যে শিক্ষা উপকরণ বিতরন নান্দাইলে বাল্যবিয়ের ১০ দিনের মাথায় ‘অভিমানে স্বামীর’ আত্মহত্যা গোপালগঞ্জে দুই ইয়াবা ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন হরিরামপুরে আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলার জার্সি উন্মোচন হরিরামপুরে নারীকাটি এলাকায় বহিরাগত এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

ইতিহাস ও ঐতিহ্যের মানিকগঞ্জ জেলার পরিচিতি

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৯২ Time View

মানিকগঞ্জ, বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগে অবস্থিত একটি জেলা। মানিকগঞ্জ জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো: ‘‘লোক সঙ্গীত আর হাজারী গুড় মানিকগঞ্জের প্রাণের সুর।” এ জেলার নামকরণ সম্পর্কে কিংবদন্তীরা ধারনা করেছেন যে, অষ্টাদশ শতকের প্রথমার্ধে মানিক শাহ নামক এক সুফি দরবেশ সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামে খানকা প্রতিষ্ঠা করে ইসলাম ধর্ম প্রচার করেন। এ খানকাকে কেন্দ্র করে এখানে জনবসতি গড়ে উঠে। মানিক শাহ চলে গেলেও তাঁর খানকা এবং এর সংলগ্ন “মোকাম” বা “গঞ্জ” পরবর্তীতে তাঁর নামানুসারেই মানিকগঞ্জ’ হয় বলে ধারণা করা হয়।

 

 

 

 

 

মানিকগঞ্জ জেলার আয়তন- ১৩৭৮.৯৯ বর্গ কিঃ মিঃ এবং ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৫৬ কিলোমিটার। এ জেলার উত্তরে টাঙ্গাইল জেলা, দক্ষিণে ফরিদপুর এবং ঢাকা জেলা, পূর্বে ঢাকা জেলা, পশ্চিমে পাবনা, রাজবাড়ী জেলা ও সিরাজগঞ্জ জেলা অবস্থিত। ১৮৪৫ সালে মানিকগঞ্জ মহকুমা গঠিত হয় এবং মহকুমাকে জেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে। মুক্তিযুদ্ধের সময় মানিকগঞ্জ মহকুমা ২নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিলো এবং ১৪ই ডিসেম্বর এ মহকুমা হানাদার মুক্ত হয়। মানিকগঞ্জ জেলা ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ১৬৮-১৭০ পর্যন্ত মোট ৩টি সংসদীয় আসনের সমন্বয়ে গঠিত।

 

 

 

 

 

এ জেলার উপজেলাগুলো হলো: সিংগাইর উপজেলা, মানিকগঞ্জ সদর উপজেলা, সাটুরিয়া উপজেলা, ঘিওর উপজেলা, শিবালয় উপজেলা, দৌলতপুর উপজেলা এবং হরিরামপুর উপজেলা। এগুলোর মধ্যে হরিরামপুর উপজেলা সর্ববৃহৎ (২৪৫.৪২ বর্গ কিমি) এবং সবচেয়ে ছোট উপজেলা সাটুরিয়া (১৪০.১২ বর্গ কিমি)। প্রধান নদী হলো: পদ্মা, যমুনা, ধলেশ্বরী, ইছামতী, কালীগঙ্গা ও গাজীখালী। ২০২২ সালের জনশুমারী ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী এ জেলার জনসংখ্যা (প্রায়) ১৫,৫৮,০২৪ জন এবং শিক্ষার হার ৭১.০৮%. এ জেলার উল্লেখযোগ্য কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: সরকারি দেবেন্দ্র কলেজ সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ, সাটুরিয়া বেজপাড়া উচ্চ বিদ্যালয় দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয় সরকারি মহিলা কলেজ (১৯৭২), খোন্দকার নূরুল হোসেন ল’ একাডেমী মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা ইত্যাদি।

 

 

 

 

 

এ জেলার কিছু উল্লেখযোগ্য ও দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে: বালিয়াটি প্রাসাদ, ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, কালু শাহ এর মাজার ও তেওতা জমিদার বাড়ি।এছাড়াও কবি নজরুল ও প্রমিলা স্মৃতি বিজড়িত দিঘীর স্নানঘাট লিচু গাছ (লিচু চোর কবিতা) ঝিটকা পোদ্দার বাড়ি, মাচাইন গ্রামের ঐতিহাসিক মাজার ও মসজিদ মানিকগঞ্জের মত্তের মাঠ, শিব সিদ্ধেশ্বরী মন্দির, শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ি, বেতিলা জমিদার বাড়ি ইত্যদি। এ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন: রফিকউদ্দিন আহমদ – ভাষা শহীদ। হারুনার রশীদ খান মুন্নু – সাবেক মন্ত্রী। খোন্দকার দেলোয়ার হোসেন – সাবেক চীফহুইপ ও সাবেক মহাসচিব, বিএনপি; ড. অমর্ত্য সেন – নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ, দার্শনিক; বিচারপতি এ কে এম নূরুল ইসলাম – সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি। হীরালাল সেন – উপমহাদেশের চলচিত্রের জনক, চিত্রগ্রাহক। খান আতাউর রহমান – সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, সংগীত পরিচালক, গীতিকার, প্রযোজক। মাসুদ আলি খান – অভিনেতা। মমতাজ বেগম – সংগীত শিল্পী; কিশোরীলাল রায় চৌধুরী – জগন্নাথ কলেজের প্রতিষ্ঠাতা; ডঃ দীনেশচন্দ্র সেন – প্রাচীন পুঁথি সংগ্রাহক, সাহিত্যিক, গবেষক। ক্যাপ্টেন আবদুল হালিম চৌধুরী – মুক্তিযুদ্ধের সংগঠক; মুনীর চৌধুরী – শহীদ বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী। শামসুজ্জামান খান – সাবেক মহাপরিচালক, বাংলা একাডেমি।

 

 

 

 

 

মাহবুবা রহমান – সঙ্গিত শিল্পী; নীনা হামিদ – প্রখ্যাত লোকশিল্পী। নাইমুর রহমান দুর্জয় – বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক; অমলেন্দু বিশ্বাস – লোকসংস্কৃতি যাত্রাপালার পথিকৃৎ; সৈয়দ আবুল মকসুদ – সাহিত্যিক; কিরণ চন্দ্র রায় – বাউল সংগীত শিল্পী; ড. মোহাম্মদ কায়কোবাদ – বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ। মীর আবুল হোসেন – শিক্ষাবিদ প্রমুখ। এ জেলা থেকে বিভিন্নধরনের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা প্রকাশিত হয় যার মধ্যে আছে:দৈনিক আমার নিউজ, দৈনিক টেলিগ্রাম, দৈনিক অভিযোগ বার্তা, মানিকগঞ্জ সংবাদ, দৈনিক আল- আযান, দৈনিক মধ্যাহ্ন, সাপ্তাহিক মানিকগঞ্জের কাগজ,দৈনিক আজকের মানিকগঞ্জ।

Print Friendly, PDF & Email
Spread the love
  •  
  •  
  •  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
raytahost-gsnnews