ময়মনসিংহের নান্দাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নান্দাইল পৌর সদরের ভূঁইয়া পাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে সবুজ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর ৪ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানাযায়, নান্দাইল ব্র্যাক অফিসের বিপরীতে অবস্থিত সরকারি খাদ্য গুদামের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। নিহত যুবক ও ট্রাক চালক ট্রাকের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় ময়মনসিংহগামী একটি দ্রুতগামী বাস পেছন থেকে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সজোরে সামনের দিকে এগিয়ে যায়। ফলে সামনে দাঁড়িয়ে থাকা দু’জন ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। খাদ্য গুদামের বাউন্ডারি ওয়াল ভেঙে ট্রাকটি গুদামের ভেতরে ঢুকে যায়।
স্থানীয়জনতা আহতদের উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে সবুজ মারা যান। অজ্ঞাতনামা ট্রাকচালক চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিউর রহমান বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে শম্ভুগঞ্জ এলাকায় আটক রয়েছে বলে জানতে পেরেছি।