মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন আন্ধারমানিক, যাত্রাপুর গ্রামে স্বর্গীয় ধীরেন চন্দ্র দাস এর বাসভবনে( ২৬-২৭-২৮-২৯ মে)ও ( ১৪-১৫-১৬)ই মে শ্রীমদ্ভাগবত পাঠ(১৪ ই মে), অষ্ট প্রহরী ব্যাপী- রোজ সোমবার, শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। ১৬ ই মে (শ্রী শ্রী রাধাগোবিন্দ অষ্টকালীন লীলা কীর্ত্তন ও মহাপ্রভু ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরন এবং ১৭ ই মে রোজ বুধবার কুঞ্জভঙ্গ,জলকেলী ও মহন্ত বিদায়।
উক্ত অনুষ্ঠানটির বিনয়াবনত:বৈষ্ণব পদরেনু কৃপাপ্রার্থী-বাবুল চন্দ্র দাস,নিরাঞ্জন চন্দ্র দাস,মনোরঞ্জন চন্দ্র দাস, সুব্রত দাস(শুভ)।উক্ত অনুষ্ঠানটির পরিচালনা কার্যকরী কমিটির সভাপতি, আলো রানী দাস(মা শীতলা),শ্রী বাদল চন্দ্র দাস (পূজারী) ও সাধারন সম্পাদক, সুব্রত দাস (শুভ) এবং কোষাধ্যক্ষ, শ্রী নিরাঞ্জন চন্দ্র দাস সকল সনাতনধর্মাম্বলীদের উক্ত অনুষ্ঠানে থাকার জন্য আহ্বান জানিয়েছেন।