ময়মনসিংহের প্রথম শ্রেনী নান্দাইল পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়ার ছোট ভাই নান্দাইলের প্রথম শ্রেনীর ঠিকাদার আবদুল গনি ভূইঁয়া গত রোববার মলম পার্টির খপ্পরে পরে নগদ ৭৬ হাজার টাকা খুইয়েছেন। তিনি গুরুতর অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫দিন ব্যাপী চিকিৎসা নিয়ে এখন নান্দাইলের নিজ বাসায় অবস্থান করছেন।
মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া সাংবাদিকদের জানিয়েছেন, রোববার নান্দাইল থেকে ময়মনসিংহ যাবার পথে ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে ৩/৪জন মলম পার্টির লোক বাসে উঠে। তাকে টার্গেট করে স্প্রে জাতীয় কিছু তার শরীর ও মাথায় লাগিয়ে দেয়। এর পরে তিনি অচেতন হয়ে পড়েন। ময়মনসিংহ ব্রীজে সকল বাস যাত্রীরা বাস থেকে নেমে যাবার পর বাসের ড্রাইভার ও হেলপার তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার ৫দিন পরে তার জ্ঞান ফিরে। এসময় তাকে আইসিইউ ও লাইভ সাপোর্ট দেয়া হয়।
উল্লেখ, নান্দাইলের কানারামপুর থেকে ময়মনসিংহ সড়ক পথে একটি মলম পার্টির সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই অপকর্মের সাথে জড়িত। ইতি মধ্যে স্থানীয় জনতা মলম পার্টির ৪জন সদস্যকে আটক করার পর কানারামপুর এলাকার মৃত কঠু মেম্বারের ছেলে জাহাঙ্গীর তাদের ছেড়ে দেবার অভিযোগ করেছেন নান্দাইল পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া। নান্দাইল উপজেলা ঠিকাদার সমিতির পক্ষ থেকে কানারামপুর-ময়মনসিংহ সড়ক পথে মলম পার্টির সাথে জড়িত জাহাঙ্গীর সহ সকলকে গ্রেফতার করার জোর দাবী জানিয়েছেন।