মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ৩টি ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন এর শুভ উদ্বোধন এর মাধ্যমে এবং উপজেলা আওয়ামী যুবলীগ এর যুগ্ন আহ্বায়ক ফরিদ মোল্লা ও মো:কামাল হোসেন এর যৌথ সঞ্চালনায় উক্ত কাউন্সিল অধিবেশনটি গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ -২ আসনের সাংসদ মমতাজ বেগম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলাম জোয়ার্দার,কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খান খসরু, মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ন আহ্বায়ক মাহবুবুর রহমান জনি,মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, উপজেলা যুবলীগ নেতা সাবেক ছাত্রলীগের এর সাধারন সম্পাদক রাজিবুল হাসান রাজিব,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান প্রমূখ।