ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর নগাও গ্রামের নিরীহ ব্যক্তি জনৈক তারা মিয়ার পরিবারের উপর একই গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র আক্কাস, বাক্কার, তাজুল, আবুল, জনি ও তাজুলের স্ত্রী শিল্পী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তারা মিয়ার স্কুল পড়ুয়া কন্যা রোকসানা আক্তার সানজিদা (১১) ও তার পুত্র তাওহিদ হাসান তুহিন (১৬) এবং খায়রুল ইসলামের স্ত্রী সুমি আক্তারকে বেদম মারপিট করে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে গুরুতর আহত করে। আহতদের মধ্যে রোকসানা আক্তার সানজিদা ও তাওহিদ হাসান তুহিনকে আশংকাজনক অবস্থায় কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে তারা মিয়ার স্ত্রী পলি খাতুন অভিযোগে জানান, নান্দাইল মডেল থানায় উক্ত দিলালপুর নগাও গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী সালমা বেগম উল্লেখিত হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে উক্ত অভিযোগের সত্যতার ব্যাপারে পুলিশ তারা মিয়াকে জিজ্ঞাসাবাদ করায় হামলাকারীরা তার ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়। এব্যাপারে তারা মিয়ার স্ত্রী স্থানীয় চেয়ারম্যানের নিকট বিচার প্রার্থী হয়েও কোন বিচার পায়নি বলে অভিযোগে জানান। বিষয়টি প্রতি ভুক্তভোগীর পরিবার পুলিশের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।