ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের হাসেনপুর গ্রামের নিরীহ ব্যক্তি মৃত আব্বাস আলীর পুত্র নাজিম উদ্দিনের একটি দু-চালা টিনের ঘরে জমি সংক্রান্ত গোলযোগের জের হিসাবে একই গ্রামের জসিম উদ্দিনের পুত্র নূরে আলম, জাকির আলম, মৃত আব্বাস আলীর পুত্র জসিম উদ্দিন ও মৃত হোসেন আলীর পুত্র আঃ কাদির পূর্ব পরিকল্পিতভাবে সম্পতি আগুন দিয়ে পুড়ে গেলে প্রায় ৫০/৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এব্যাপারে নাজিম উদ্দিন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাজিম উদ্দিন জানান, তার পৈত্তিক দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই উল্লেখিত ব্যক্তিরা তার দু-চালা টিনের ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এব্যাপারে নাজিম উদ্দিন পুলিশ প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন।