চিরনিদ্রায় শায়িত হলেন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সৌদি আরব প্রবাসী আজিজুল হক জনি। সৌদিআরব প্রবাসী আজিজুল হক জনি দীর্ঘ ৪বছর যাবত নিষ্টার সাথে কাজ করে প্রবাসী জীবন পার করে আসছেন । গত শনিবার (১৫ এপ্রিল ২০২৩) তারিখে রিয়াদ ফয়সালিয়া নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিজ কর্মস্থলে মৃত্যু বরণ করেন। এই মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
তার মৃত্যু কালীন সময়ে স্ত্রী ও ১টি (৮ মাস বয়সী) কণ্যা সন্তান সহ পরিবারের অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১২ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে লাশবাহী ফ্লাইট অবতরণ করেন। পরে লাশবাহী এম্বুল্যান্স করে নিজ বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০ নং শেরপুর ইউনিয়ন তোরুন্তী নিজ গ্রামে এসে পৌঁছে। বাদ মাগরিব জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি তোফাজ্জল হোসেন ভূইয়া ও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার গভীর শোক প্রকাশ করেন।
প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মেহেদী হাসান শুভ্র,সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক সানোয়ার মাহমুদ শুভ ফুলের তোড়া দিয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন