চরফ্যাশনের আব্দুল্লাহপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে হামিদকালুর বাড়িতে এ ঘটনা ঘটে। জানাজায় ৩ মে রাত ১১ টায় স্বামী রাসেল ৩২ মাদকাসক্ত হয়ে বাসা ফিরে স্ত্রী আকলিমার সাথে অশোভন আচরন করে তাকে গালমন্দ করে। এতে স্ত্রী বাধা দিলে তাকে আকস্মিক হামলা চালিয়ে হত্যা চেষ্টা করে , এতে স্ত্রী আকলিমার ডাক চিৎকার করলে প্রতিবেশীরা ইউপি সদস্য নুরেআালমকে খবর দেয় এবং নুরে আলম চৌকিদার সহ ঘটনা স্থলে গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে থানা পুলিশের সহযোগিতা স্ত্রী আকলিমাকে উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধিন স্ত্রী আকলিমা জানান আজ থেকে সাত বছর আগে পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়। কিন্তু শুরু থেকেই বুঝতে পারি আৃার স্বামি রাসেল মাদকাসক্ত, তখন থেকেই আমাকে বিভিন্ন অজুহাতে বাবার বারি টাকা পয়সার জন্য চাপদেয়। আমি অপারগতা প্রকাশ করলে আমার সাথে খারাপ আচরণ করবেন। এরপরে আমি আমার পরিবারের সিদ্ধান্ত মোতাবেক বারিচলে আসলে, আবার ক্ষমা চেয়ে আমাকে নিয়ে আসে।
কিন্তু কিছুদিন যেতে নাযেতেই আবারো আমাকে মারধর করে। আমার পরিবারের লোকজন বিষয়টি গত সেপ্টেম্বর চরফ্যাশন থানায় অভিযোগ করি। এর পারে চরফ্যাশন থানার উপপরিদর্শক এস আই শাহিন এর মাধ্যমে লিখিত ভাবে আমি পুনরায় রাসেলের গার্ডিয়ানের মাধ্যমে ঐ সংসারে যাই।এ প্রসঙ্গে স্বামী রাসেল বলেন, আমার স্ত্রী সবসময় আমার মুখেমুখে তর্ক করত। এবং আমি নানা বাড়িতে থাকায় সে আমার সাথে ওখানে থাকতে দ্বিমত পোষণ করে, আলাদা থাকতে আমাকে মানষিক প্রেসার করে। আমি তাকে মারছি ঠিকই তবে চিকিৎসা ও করতেছি। এ ঘটনায় চরফ্যাশন থানায় রাসেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরর প্রস্তুতি চলছে।