ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নরসুন্দা নদী থেকে মোবাইল কোর্টে অবৈধ ম্যাজিক জাল জব্দ করে পুড়ানো হয়েছে। বুধবার (৩ মে ) দুপুরে উপজেলা মৎস্য অফিসারের উদ্যোগে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি এম আরিফ মোবাইল কোর্ট পরিচালনা করে নান্দাইল আচারগাও ফাজিল মাদ্রাসার সংলগ্ন নরসুন্দা নদী থেকে ০২ টি ম্যাজিক জ্বাল জব্দ করে, আগুনে পুড়িয়ে দেন। মোবাইল কোর্ট পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার শাহানা নাজনীন,সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি এম আরিফ, সহকারী মৎস্য অফিসার মোঃমোজ্জামেল।