ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে সোমবার(১লা মে)জাতীয় শ্রমিক দিবস উদযাপন উপলক্ষ্যে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ভূইয়া ও সাধারন সম্পাদক মোঃজাকির হোসেন সরকারের নির্দেশক্রমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মেহেদী হাসান শুভ্রর সভাপতিত্বে ও ১ নং ওয়ার্ড ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জোনায়েদ হাসান নিরবের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আজহারুল ইসলাম বাক্কী,এছাড়াও বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের অর্থ-সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল,ছাত্রকল্যাণ পরিষদের যুগ্ন সম্পাদক মোস্তফা কামাল,সাংগঠনিক সম্পাদক সানোয়ার মাহমুদ শুভ, ৬নং ওয়ার্ডের সভাপতি জাহিদ হাসান, বাদ্রার্স ইউনিটি ক্লাবের সভাপতি রাজীব হোসেন সহ প্রমুখ।
আলোচনা শেষে ১লা মে শ্রমীকের ন্যায্য অধিকার আদায়ে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজান করা হয়। মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল্লাহ।