ময়মনসিংহের নান্দাইলে মরহুম আলহাজ্ব আশরাফ হোসেন খান চৌধুরীর ৪০ তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪মে) দুপুর ১২ টায় আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার হল রুমে মরহুমের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলের আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক শামছুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা আব্দুল আল মামুন, আব্দুল হেলিম, শাহজাহান কবির, নুরুল করিম, মো. সুজন মিয়া সহ প্রমুখ। বক্তারা মরহুম আশরাফ হোসেন খান চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক সদস্য আব্দুল খালেক, ফজলুল হক, সাংবাদিক মিন্টু মিয়া, মাদ্রাসার ছাত্র/ছাত্রী সহ প্রমুখ।আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক শিব্বির আহমেদ বাচ্চু।