ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস উপলক্ষে বুধবার (৩রা মে) সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি ডাঃ মঞ্জরুল হকের সভাপতিত্বে ও সমিতির সদস্য ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল।
এছাড়াও বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, নান্দাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সেতু নিউজ এজেন্সীর একমাত্র স্বত্তাধিকারী লুৎফুর রহমান, ডাঃ ফখর উদ্দিন ভূইঁয়া, নান্দাইল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক রমজান আলী, প্রভাষক এহসানুল হক তানভীর, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ডাঃ পরিমল চন্দ্র বিশ্বাস, ব্যবসায়ী তফাজ্জল হোসেন প্রমুখ।