ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নের চিলার বাজারে নিয়োজিত খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মোজাম্মেল হক বাচ্ছুর বিরুদ্ধে রসুলপুর গ্রামের মোরাদ হোসেন কর্তৃক চাল কম দেওয়ার অভিযোগের সরজমিনে মঙ্গলবার বিকালে (২রা মে) নান্দাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তদন্ত অনুষ্ঠিত হয়েছে।
বাদী, বিবাদী ও ভোক্তাগনের উপস্থিতিতে তদন্ত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ পুলিশ প্রশাসন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার ভূমি এটিএম আরিফ সাংবাদিকদের জানান, উভয় পক্ষের উপস্থিতিতে তদন্ত অনুষ্ঠিত হয়েছে। তদন্ত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করা হবে।