রবিবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৩০ এপ্রিল ২০২৩ খ্রি: সারা দেশব্যাপি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)ও এসএসসি (ভোকেশনাল)পরীক্ষার ন্যায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা ৩ টি মূল কেন্দ্র ও ২টি ভেন্যু কেন্দ্রে মোট ৫ টি কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সুষ্ঠ ও সরকারি বিধিনিষেধ মেনে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে ।সূত্রে জানা গেছে, হরিরামপুর উপজেলায় তিনটি মূল কেন্দ্র ও দুইটি ভেন্যু কেন্দ্র সহ মোট পাঁচটি কেন্দ্রে নিয়মিত/ অনিয়মিত মোট = ১৮৬৬ জন শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা যায়। পরীক্ষা কেন্দ্র ৩টি হচ্ছে ১। পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় হরিরামপুর ২।ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় ৩। যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়(ভোকেশনাল কেন্দ্র)। দুইটি ভেন্যু হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুল এবং ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হরিরামপুর, মানিকগঞ্জ । উপজেলা নির্বাহী অফিসার মো :শাহরিয়ার রহৃান সাংবাদিকদের জানায়, উক্ত পরীক্ষা সুষ্ঠু, সুশৃংখল, শান্তিপূর্ণ ও নকলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কার্যক্রম সর্বত্র তৎপরতা চলমান থাকবে।