মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি গ্রামে ফ্রিডম ফাইটার্স কাউন্সিলর উদ্যোগে ২৯ শে এপ্রিল ২০২৩ ইং তারিখে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সূধীজনদের প্রাণের মিলনমেলায় করেনবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রিডম ফাইটার্স কাউন্সিলর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ্জাহান চৌধুরী।
অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রিডম ফাইটার্স কাউন্সিলের মানিকগঞ্জ জেলার ইউনিটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খলিলুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ। উক্ত অনুষ্ঠানের মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বহু বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট সূধীজনেরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমামবাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আহাত, আনোয়ার হোসেন চৌধুরী প্রবীণ সাংবাদিক ও হরিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মোহাম্মদ লুৎফর রহমান -রুনু সদস্য, আওয়ামী লীগ।
এছাড়া অনুষ্ঠানে মানিকগঞ্জ সদরের কালিবাড়ি পূজা মন্ডপের সভাপতি ও মানিকগঞ্জ জেলা পূজা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সংকর লাল ঘোষ, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় নিরঞ্জন চৌধুরী সহধর্মিনী ও নারী নেত্রী শ্রীমতি লক্ষ্মী চ্যাটার্জী, নারী নেত্রী কাজী লুৎফন নাহার – শিউলি সহ অনেকেই বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সুধীজনেরা প্রতি বছরে ন্যায় এবারও অংশগ্রহণ করে আনন্দমুখর পরিবেশের সকলে একে একে সংবর্ধনা গ্রহণ করেন। যুদ্ধকালীন প্রশিক্ষণ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) আলতাফ হোসেন বিশ্বাস -আহাদ বলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ্জাহান চৌধুরী স্বাধীনতার পর থেকে তাদের গ্রামের বাড়ি দিয়াবাড়ি ও মানিকগঞ্জ সদরের ১৪২ পশ্চিম দাশড়া বাড়িতে এবং তার রণাঙ্গনের সাথীদের বাড়িতে শহীদ ও পরবর্তীতে মৃত্যুবরণ কারী বীর মুক্তিযোদ্ধা সহ পৃথিবীর সকল মৃত্যুবরণকারী মানুষের আত্মার মাগফেরাত কামনায় জাতি, বর্ণ,ধর্ম নির্বিশেষে সকলের মিলেমিশে আমি ও মানিকগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা কালীন কমান্ডাররা প্রতিবছর একাধিকবার তার আয়োজিত দোয়া মাহফিলের নিয়মিত অংশগ্রহণ করেন আসছি।
ইতিমধ্যে অনেক যুদ্ধকালীন কমান্ডাররা না না ফেরার দেশে চলে গেছেন। প্রয়াত বৃহত্তর ঢাকা জেলা দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভারপ্রাপ্ত এরিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল রউফ খানও ভারপ্রাপ্ত এরিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ্জাহান চৌধুরীকে স্বাধীনতা যুদ্ধের ময়দান থেকে ছোট ভাইয়ের মত স্নেহ করতেন এবং তার প্রতিটি অনুষ্ঠানে যোগদান করে সকল বীর মুক্তিযোদ্ধাদের একসঙ্গে মিলেমিশে মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করতে আহ্বান জানাতেন। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ বিলাল হোসেন খান, সদস্য কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি জাতীয় পার্টি মানিকগঞ্জ জেলা ও সভাপতি জাতীয় পার্টি হরিরামপুর উপজেলা উপস্থিতি ছিলেন আরো বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।