ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলতি ভালনারেবল উইমেন রেনেফিট (ভিড’ব্লিউবি) কর্মসূচীর আওতায় ১৩ ইউনিয়নে জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ২৪ মাস ২ হাজার ৯শত ৪০জন মহিলার নামে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে কার্ড বরাদ্দ প্রদান করা হয়। প্রতি মাসে প্রতিজন মহিলা ৩০ কেজি করে চাল (পূর্ন বস্তা) বিনামূল্যে ইউনিয়ন পরিষদ থেকে সরবরাহ করার কথা। ইতিমধ্যে এই প্রকল্পের ৪ মাস পার হলেও ৮৪জন মহিলার কার্ড মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে জমা পরে আছে।
৮৪জন মহিলার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এরা হচ্ছে নান্দাইল ইউনিয়ন ৪জন, চন্ডীপাশা ৮জন, গাংগাইল ১২জন, রাজগাতী ১৬জন, জাহাঙ্গীরপুর ৩৭জন, চরবেতাগৈর ৭জন মিলিয়ে মোট ৮৪জন। অথচ প্রতি মাসে তাদের নামে চাউল উত্তোলন করা হচ্ছে। বৃহস্পতিবার মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, ৮৪জনের উত্তোলনকৃত চাউল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জমা থাকবে। ৮৪জন মহিলা পাওয়া না গেলে পুনরায় নতুন করে ৮৪জন বাছাই করা হবে। ১৩ইউনিয়নের মধ্যে বরাদ্দকৃত কার্ড হচ্ছে বীরবেতাগৈর ১৩৮জন, মোয়াজ্জেমপুর ২৭২জন, নান্দাইল ১৯৪জন, চন্ডীপাশা ২৮৯জন, গাংগাইল ২৫৩জন, রাজগাতী ২০৫জন, মুশুলী ২৩৩জন, সিংরইল ২০৯জন, আচারগাঁও ২১১জন, শেরপুর ২২০জন, খারুয়া ২২২জন, জাহাঙ্গীরপুর ৩০০জন ও চরবেতাগৈর ১৯৮জন।
প্রতিমাসে ২৯৪০ জনের নামে ৩০ কেজি হিসাবে প্রায় ৮৯ মে.টন চাউল গুদাম থেকে উত্তোলন করা হয়। সরকারীভাবে চেয়ারম্যানদের পরিবহন ভাড়া পরিশোধ করা হয় এবং ট্যাগ অফিসারের উপস্থিতিতে প্রতি মাসের চাল প্রতি মাসে আবশ্যিকভাবে বিতরণ করার সরকারী নিদের্শনা রয়েছে। প্রতিজন কার্ডধারীকে ৩০ কেজির ১টি করে বস্তা বিতরণ করতে হবে বলে জানিয়েছেন মহিলা বিষয়ক কর্মকর্তা।