মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প:প: কর্মকর্তার  বিদায়ী সংবর্ধনা ও নবাগত কর্মকর্তা ডা:মেহেরুবা পান্নার বরণ অনুষ্ঠিত ফেইসবুক লাইভে সার্টিফিকেট পোড়ানো মুক্তাকে চাকরি দিলেন আইসিটি প্রতিমন্ত্রী সংঘাতে নয়, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী : প্রধানমন্ত্রী নান্দাইলে মরহুম আব্দুল জলিল মানবকল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রছাত্রীদের মাঝে বিনামুল্যে শিক্ষা উপকরণ বিতরন নান্দাইলে বাল্যবিয়ের ১০ দিনের মাথায় ‘অভিমানে স্বামীর’ আত্মহত্যা গোপালগঞ্জে দুই ইয়াবা ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন হরিরামপুরে আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলার জার্সি উন্মোচন হরিরামপুরে নারীকাটি এলাকায় বহিরাগত এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

নান্দাইলে ভিজিডি কর্মসূচি ॥ ৮৪জন কার্ডধারী পাওয়া যাচ্ছে না ॥ কার্ড সংখ্যা ২৯৪০

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৭৭ Time View

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলতি ভালনারেবল উইমেন রেনেফিট (ভিড’ব্লিউবি) কর্মসূচীর আওতায় ১৩ ইউনিয়নে জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ২৪ মাস ২ হাজার ৯শত ৪০জন মহিলার নামে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে কার্ড বরাদ্দ প্রদান করা হয়। প্রতি মাসে প্রতিজন মহিলা ৩০ কেজি করে চাল (পূর্ন বস্তা) বিনামূল্যে ইউনিয়ন পরিষদ থেকে সরবরাহ করার কথা। ইতিমধ্যে এই প্রকল্পের ৪ মাস পার হলেও ৮৪জন মহিলার কার্ড মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে জমা পরে আছে।

 

 

 

 

৮৪জন মহিলার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এরা হচ্ছে নান্দাইল ইউনিয়ন ৪জন, চন্ডীপাশা ৮জন, গাংগাইল ১২জন, রাজগাতী ১৬জন, জাহাঙ্গীরপুর ৩৭জন, চরবেতাগৈর ৭জন মিলিয়ে মোট ৮৪জন। অথচ প্রতি মাসে তাদের নামে চাউল উত্তোলন করা হচ্ছে। বৃহস্পতিবার মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, ৮৪জনের উত্তোলনকৃত চাউল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জমা থাকবে। ৮৪জন মহিলা পাওয়া না গেলে পুনরায় নতুন করে ৮৪জন বাছাই করা হবে। ১৩ইউনিয়নের মধ্যে বরাদ্দকৃত কার্ড হচ্ছে বীরবেতাগৈর ১৩৮জন, মোয়াজ্জেমপুর ২৭২জন, নান্দাইল ১৯৪জন, চন্ডীপাশা ২৮৯জন, গাংগাইল ২৫৩জন, রাজগাতী ২০৫জন, মুশুলী ২৩৩জন, সিংরইল ২০৯জন, আচারগাঁও ২১১জন, শেরপুর ২২০জন, খারুয়া ২২২জন, জাহাঙ্গীরপুর ৩০০জন ও চরবেতাগৈর ১৯৮জন।

 

 

 

প্রতিমাসে ২৯৪০ জনের নামে ৩০ কেজি হিসাবে প্রায় ৮৯ মে.টন চাউল গুদাম থেকে উত্তোলন করা হয়। সরকারীভাবে চেয়ারম্যানদের পরিবহন ভাড়া পরিশোধ করা হয় এবং ট্যাগ অফিসারের উপস্থিতিতে প্রতি মাসের চাল প্রতি মাসে আবশ্যিকভাবে বিতরণ করার সরকারী নিদের্শনা রয়েছে। প্রতিজন কার্ডধারীকে ৩০ কেজির ১টি করে বস্তা বিতরণ করতে হবে বলে জানিয়েছেন মহিলা বিষয়ক কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
Spread the love
  •  
  •  
  •  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
raytahost-gsnnews