ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্মরত সাংবাদিক সাথে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ এপ্রিল উপজেলা প্রশাসনিক হল রুমে উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসারের মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শাহবো রহমান সজিব, উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ,সাংবাদিক আবু হানিফ সরকার, ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ বিল্লাল হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান মাহমুদ কাদের,শফিকুল ইসলাম শফিক, মাওলানা হাবিবুর রহমান, আর এন শ্যামা, মিন্টু মিয়া, শাহজাহান ফকির, জুয়েল মিয়া, প্রমুখ বক্তব্য রাখেন।
পরে দৈনিক ইত্তেফাক পত্রিকার নান্দাইল প্রতিনিধি শাহ আলম ভূইয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন ইনকিলাব পত্রিকার নান্দাইল প্রতিনিধি মাওলানা হাবিবুর রহমান।
এ সময় উপজেলায় প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ নান্দাইল উপজেলার কর্তব্যরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।