ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হায়াতপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের বাক প্রতিবন্ধী পুত্র শাহ আলম (১৭) গতকাল বুধবার (২৬ এপ্রিল) নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। হাবাগুবা ছেলেটির উচ্ছতা ৫ ফুট ৮ইঞ্চি, গায়ের রং কালো। বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। নিখোঁজ হবার সময় তার পড়নে সাদা পাঞ্জাবী ও সাদা পায়জামা ছিল।
২দিন ধরে বিভিন্ন স্থানে তার পরিবারের পক্ষ থেকে অনেক খোজাঁখুজি করেও ছেলেটির কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। কেউ যদি ছেলেটির কোন সন্ধ্যান পেয়ে তাকেন ০১৯১৫-৬৭৮৩৮৩ (পিতা শফিকুল ইসলাম) অথবা ভাই পুলিশ সদস্য মোঃ জুলফিকার ০১৬৪৫-৯৮২৫৬৫) এই নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। উক্ত নিখোঁজের ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।