মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দু:স্থ- প্রতিবন্ধীদের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের আয়োজনে এবং বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী এবং (সিংগাইর -হরিরামপুর) এর মেহনতী মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব দেওয়ান জাহিদ আহমেদ টুলু পৃষ্ঠপোষকতায় পরিষদ ভবন প্রাঙ্গণে ২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও মেম্বারগন প্রমূখ । উল্লেখ, প্রায় ৩ হাজার মানুষের মাঝে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী নির্দেশনায় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সর্বশেষ দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রোগ্রামের সমাপ্তি হয়েছে।