ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক ইমরুল মহসীন আবীবের উদ্যোগে বৃহস্পতিবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলা সাংগঠনিক সম্পাদক ইমরুল মহসীন আবীবের বিশেষ আমন্ত্রণে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল উপস্থিত ছিলেন।
নান্দাইল উপজেলার সকল প্রয়াত আওয়ামী লীগের নেতাকর্মীদের স্মরনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার গাংগাইল ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মাওলানা এহতেশামুল হক শাহিন নান্দাইল উপজেলা সহ সকল মরহুম আওয়ামীলীগের নেতা কর্মীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।