চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৯ এপ্রিল) চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়ন যুবদলের আয়োজনে উপজেলা সদরের হোটেল মারুফ ইন্টারন্যাশনালে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাজ ইউনিয়ন যুবদলের সভাপতি তারেক আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম আছলামি, উপজেলা যুবদলের সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আজাদ, উপজেলা কৃষক দলের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাজি গিয়াস, সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ইব্রাহিম ডাকুয়া এবং মাদ্রাজ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগ মুক্তি ও আগামিতে সরকার পতনের আন্দোলনে নাজিমউদ্দীন আলম এর নেতৃত্ব সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।