ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের সরকারী অনুমোদন প্রাপ্ত অন্যতম সামাজিক প্রতিষ্ঠান অন্বেষা পাঠাগারের পক্ষ থেকে বুধবার (১৯ এপ্রিল) বইপড়া আন্দোলন ও গ্রামেগঞ্জে পাঠাগার স্থাপনে বিশেষ ভূমিকা পালন করায় নান্দাইলের হক ফাতেমা পাঠাগার ও বই পড়া আন্দোলনের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল ও আলোর ভুবন পাঠাগারের সভাপতি ও বই পড়া আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ ফাইজুল ইসলামকে সংর্ধ্বনা ও সম্মাননা ক্র্যাস্ট্র প্রদান করা হয়েছে।
মাইজবাগ উচ্চ বিদ্যালয় মাঠে এ্যাডভোকেট শাহ মাসুদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তাহেরুন ইসলামের সঞ্চালনায় ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহবুব রুমন, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমানের পক্ষ থেকে সম্মাননা স্মারক হস্তান্তর করেন। এসময় সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল ও ফাইজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির হাত থেকে সম্মাননা ক্র্যাস্ট গ্রহন করেন।