ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের অন্বেষা পাঠাগারের আয়োজনে বুধবার (১৯ এপ্রিল) মাইজবাগ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সম্ভাব্য ২২০জন প্রতিবন্ধী, এতিম ও দুংস্থদের মাঝে খাদ্য সামগ্রী উপহার, সেলাই মেশিন, হুইল চেয়ার, ক্রেচ, সাদাছড়ি, বৃদ্ধদের লাঠি ও নগদ অর্থ সহ নির্ধারিত খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়। এছাড়া বৃত্তি প্রাপ্ত মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে ক্র্যাস্ট্র ও বই উপহার প্রদান করা হয়। এছাড়াও পাঠাগার আন্দোলনে বিশেষ গুরুত্বপূর্ন অবদান রাখায় নান্দাইলের হক ফাতেমা পাঠাগারের সভাপতি ও বই পড়া আন্দোলন নান্দাইলের সভাপতি মোঃ এনামুল হক বাবুল, নান্দাইলের আলোর ভুবন পাঠাগারের সভাপতি ও বই পড়া আন্দোলনের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামকে সংর্ধ্বনা সহ সম্মাননা ক্র্যাস্ট্র প্রদান করা হয়।
অন্বেষা পাঠাগারের সভাপতি এডভোকেট শাহ মাসুদ হোসেনের সভাপতিত্বে ও পাঠাগারের সাধারণ সম্পাদক তাহেরুন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমানের পক্ষ ঈশ্বরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রুমন উপস্থিত থেকে সকল উপহার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে মাইজবাগ ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন, প্রধান শিক্ষক আশরাফুল সুলতান, হাফেজ আবদুল বাছির, মনিরুজ্জামান লেলিন, আরমান হোসেন, আবুল কালাম, আনোয়ার হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগিরা উপস্থিত ছিলেন। এছাড়া নান্দাইলের বই পড়া আন্দোলনের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মাননা স্মারক গ্রহন করেন।