ময়মনসিংহের নান্দাইলে দ্রুতগামী মাইক্রোবাস চাপায় আঃ হেকিমের স্ত্রী জহুরা খাতুন (৫৫), তাহার পুত্র উজ্জ্বল মিয়ার স্ত্রী বৃষ্টি আক্তার (২৪) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে উজ্জল মিয়ার একমাত্র কন্যা মুক্তা (৬ মাস)। নিহত দুই নারী সম্পর্কে শাশুড়ী বউমা। সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহা সড়কের অরণ্যপাশা নামক স্থানে এই ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, দূর্ঘটনায় নিহত দুই নারী চৌরাস্তা ইজিবাইকে করে শিশু বাচ্চার জন্য ঔষধ নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তায় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস তাদের চাপা দিলে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত শিশুটিকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আঃ হেকিম জানান, আমার একমাত্র নাতনী মুক্তা অসুস্থ্য হওয়ায় বিকাল ৪টার দিকে আমার স্ত্রী জহুরা খাতুন ও আমার বড় ছেলের বউ বৃষ্টি আক্তার নান্দাইল চৌরাস্তা ডাক্তার কাছে নিয়ে যায়। ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে এই দূঘর্টনা ঘটে। আমার পুত্র উজ্জল মিয়া ঈদের কিছু দিন পর বিদেশে চলে যাবে। গত দুইদিন আগে উজ্জল বউকে নিয়ে ঈদের কেনাকাটা করে আসছে। এখন জামাকাপড় কে পড়বে ? আমার সব শেষ, আমার বাড়ি অন্ধকার হয়ে গেছে।
প্রবাসী উজ্জল মিয়া বলেন, আমি ১বছর পূর্বে মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসি। ঈদের কিছুদিন পর আবার মালয়েশিয়া চলে যাব। দেশে চলমান তীব্র রোদে আমার একমাত্র মেয়ে হঠাৎ অসুস্থ্য হয়ে যায়। মেয়েকে ডাক্তার দেখিয়ে ঔষধ আনার কথা বলে আমি সকালে পার্শ্ববর্তী এলাকায় আমার শ্বশুর বাড়িতে চলে যাই। আসরের পর বাড়িতে এসে না পেয়ে জিজ্ঞাসা করলে বাড়ির লোকজন বলেন, বাচ্চার ঔষধ আনতে চৌরাস্তা গেছে। মাগরিবের আজান পড়লেও বাড়িতে আসে নাই। পরে বাবলাম ইফতারের সময় হওয়ায় চৌরাস্তা পাশ্ববর্তী দক্ষিণ অরন্যপাশা গ্রামে আমার মামার বাড়ি চলে গেছে। রাতে ১১টার দিকে প্রতিবেশীর ফেসবুকে আমার সন্তানের ছবি দেখে দৌড়ে এসে খবর দেন। খবর পেয়ে ছুটে যাই।
নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শফিউর রহমান দূঘর্টনার বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটি কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পেছন দিক থেকে অটোরিকশাকে চাপা দিলে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠালে রাস্তায় দুই নারীর মৃত্যু হয়। তিনি আরও জানান, গুরুতর আহত শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।