ময়মনসিংহের নান্দাইলে দ্রুতগামী মাইক্রোবাস চাপায় অরন্যপাশা গ্রামের আব্দুল হেকিমের স্ত্রী জহুরা খাতুন (৫৫) ও উজ্জল মিয়ার স্ত্রী বৃষ্টি বেগম (২৪) নিহত হয়েছেন এবং আহত মুক্তা (৬ মাস)। সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের অরণ্যপাশা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই আহত হন আর এক অজ্ঞাতনামা মহিলা। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শফিউর রহমান জানান, মাইক্রোবাসটি কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের দিকে আসছিল। মাইক্রোবাসটি পেছন থেকে অটোরিকশাকে চাপা দিলে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সেখানেই দুই নারীর মৃত্যু হয়।