ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ময়মনসিংহ-ভৈরব রেললাইনের গাংগাইল ইউনিয়নের কাইত্যার চর এলাকায় সোমবার সকাল ১০টার দিকে শাড়ি পরিহিত এক নারী দৌড়ে গিয়ে চিটাগাং মেইল ট্রেনের নিচে ঝাঁপ দেন। দূর থেকে বেশ কয়েকজন দেখতে পান এরপর কাছে গিয়ে দেখেন ওই নারীর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে পড়ে রয়েছে রেললাইনে ও পাশের ফসলি ক্ষেতে।
উত্তর বানাইল গ্রামের আব্দুর রহমানের মেয়ে তাছলিমা বেগম (৪৫)। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। নিহত তাছলিমার ছোট ভাই আলম মিয়া জানান, সোমবার সকালে বাড়ি থেকে বের হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেেিত পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেন। কিশোরগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা (নং-৩/২৩) হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেেিত ওই নারীর লাশ হাসপাতালের মর্গে না পাঠিয়ে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।