চরফ্যাশন উপজেলার জনতা বাজার ভিটা ১৪৪ধারা ভঙ্গ করে দখলের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। সামছুন্নাহার বাদী হয়ে চরফ্যাশন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ১২০/২৩ মামলা দেয়া হলে আদালত ওসি চরফ্যাশনকে শান্তিশৃংখলা রক্ষার জন্যে ১৪৪/১৪৫ধারা বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সামছুন্নাহার ও আবদুস ছালাম হাওলাদারগংরা জনতাবাজার ৩০শতক জমির মালিক। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা। তাদের ও ওয়ারিশদের নামে আর এস ১৫৫ খতিয়ানে এস.এ ২৯৬, দিয়ারা ১২২২খতিয়ানে মালিক রয়েছে। স্থানীয় লিটনগংদের নেতৃত্বে উক্ত জমির উপর জোরপূর্বক ঘর উত্তোলনের চেষ্টা চালায়। সামছুন্নাহার বাদী হয়ে আদালতে মামলা দেয়া হলে আদালত ১৪৪ ও ১৪৫ধারা জারি করেন। ওসি চরফ্যাশনকে তা বাস্তবায়নের জন্যে নির্দেশনা প্রদান করেছেন। ওসি শুক্রবার উক্ত বিরোধী সম্পত্তিতে পর বর্তি নির্দেশ না দেয়া র্পর্যন্ত কাজ বন্ধরাখার জন্যে নোটিশ দেয়া হয়েছে।
লিটনগংরা উক্ত তা ভঙ্গ করে রাতের আধারে বাজার ভিটা দখলের পায়তারা চালানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে এমত তথ্য জানিয়েছেন জমির মালিক সামছুন্নাহার।
তারা আদালতের কাছে সঠিক বিচার দাবী করছে।