ময়মনসিংহের নান্দাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনিক হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত ওবায়দুল হক, লেখক কলামিষ্ট সাইদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান, মৎস্য অফিসার শাহানা নাজনীন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।