ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাম্প্রতিককালে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ না করা এবং গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানী করার প্রতিবাদে সোমবার (১৬এপ্রিল) বিকালে নান্দাইল প্রেসক্লাবের সামনে রাস্তায় স্বতঃপূর্ত গ্রাহকদের এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নান্দাইল রোড বাজার ও চৌরাস্তা এলাকার বিদ্যুৎ গ্রাহকদের আয়োজনে এবং নান্দাইল উপজেলা পল্লী বিদ্যুৎ অধিকার পরিষদের সহযোগিতায় এই মানববন্ধন থেকে পবিত্র রমজান মাসে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করার জোরদাবী জানিয়ে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি নাজমুল হাসান ভূইঁয়া, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, ডাঃ ফখর উদ্দিন ভূইঁয়া, আবুল কালাম আজাদ, ডাঃ শফিকুল ইসলাম খোকন প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা প্রায় ঘন্টা ব্যাপী শান্তিপূর্ন মানববন্ধন করে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।