মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় শোহানা আক্তার (১৬) নামের নববধূ গলায় ফাস নিয়ে আত্মহতা করেছে। রবিবার (১৬ এপ্রিল) সকাল সাতটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইশাখাবাদ গ্রামে এঘটনা ঘটে। নিহত, শোহানা আক্তার উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঈশাখাবাদ গ্রামের মোঃ শহিদুল ইসলামের মেয়ে।
থানা পুলিশ সূত্রে জানাযায়, নিজ স্বয়ন কক্ষে, নিজের ব্যবহৃত কাপড়ের ওড়না দিয়ে ঘরের আড়া বা ধন্যার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ফাঁস নেওয়ার বিষয়টা পরিবারের লোক জানতে পেরে দ্রুত ঝিটকা আবির মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতে মা জানান শোহানা আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার আদিত্য জানান, নিহতের লাশ ময়নাতদন্তের মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।