ময়মনসিংহের নান্দাইল উপজেলা হাসপাতাল গেইট সংলগ্ন জাসদের দলীয় কার্যালয়ে শনিবার(১৫এপ্রিল)জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা কমর উদ্দিন সরকারের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
নান্দাইল উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি এ হান্নান আল আজাদের সভাপতিত্বে ও উপজেলা জাসদের
সাধারন সম্পাদক আমরু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা যুব-জোটের সভাপতি আজহারুল ইসলাম খোকন,মুশুল্লী ইউনিয়ন জাসদের সভাপতি মজিবুর রহমান,চন্ডীপাশা ইউনিয়ন জাসদের সভাপতি আনিসুর রহমান,জাহাঙ্গীরপুর ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ শহিদ সহ প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে জাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে জাসদ সহ দেশের সকল কবরবাসীর বিদেহী আত্নার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সূত্র: রফিকুল ইসলাম মোড়ল/ফরিদ মিয়া