চট্টগ্রামের বোয়ালখালীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে পাঁচজন এবং নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আরাকান মহাসড়কের রায়খালী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ বোয়ালখালী উপজেলার মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া খরনখাইন ৩নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির বলরাম দে এর ছেলে বাবুল দে (৬০), পটিয়া দোলতপুরের মোহাম্মদ করিম (৫৪) এবং নিহত আরেক নারীর পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপরজন হাসপাতালে মারা যান। এ সময় বাসচালক জাগের হোসেনকে আটক করেছে পুলিশ।
নাটোর : নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় শাওন নামে ১১ বছর বয়সি এক স্কুলছাত্র নিহত এবং তার চার বছর বয়সি চাচাতো বোন তৃষা খাতুন আহত হয়েছে। বৃহস্পতিবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শাওন তার চাচাতো বোনকে নিয়ে বিস্কুট কিনে বাড়ি ফিরছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় পাবনা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী মিতালী পরিবহন তাদের ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। আহত তৃষাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, মিতালী পরিবহনের বাসটি থানা হেফাজতে আনা হয়েছে। চালক পলাতক। পরিবারের অনুরোধে মরদেহ তাদের দেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।