ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নে কর্মরত উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো: শরীফ মোল্লার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দূনীতি ও উৎকোচ গ্রহনের অভিযোগ এনে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর এলাকাবাসির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের অনুলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার, নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ নান্দাইলে কর্মরত সাংবাদিকদের নিকট প্রদান করা হয়েছে।
রাজগাতী ইউনিয়নের ভোক্তভোগি মো: শফিকুল ইসলাম শফিক স্বাক্ষরিত অভিযোগ থেকে জানাগেছে, রাজগাতী ইউনিয়ন ভূমি অফিস ও মুশুল্লী ইউনিয়ন ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো: শরীফ মোল্লা কর্তৃক ভূমি অফিসে আশা সেবা গ্রহিতাদের সাথে অসাদ-আচারন উৎকোচ গ্রহন তথ্য গোপন করে জমি খরিজ সহ সেবা গ্রহিতাদের হয়রানি করার সুনিদিষ্ঠ অভিযোগ রয়েছে। যা স্থানীয় সরজমিন তদন্ত করলে প্রমানিত হবে।
এছাড়া অভিযোগকারী মো: শফিকুল ইসলাম শফিকের পরিবারে জমি ময়মনসিংহের বিজ্ঞ জর্জ কোট মামলা নং ২৬০/২০২২ইং চলমান থাকা সত্বেও তথ্য গোপন করে অভিযোগ কারী এবং পক্ষদ্বয়কে না জানিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ৬৩ শতাংশ ভূমি স্থলে ১.২৬শ তাংশ ভূমি পূর্ব মৃত কন্যা সন্তানদের নামে খারিজ করে দেয়। এ ধরনের অগনিত অভিযোগ রয়েছে। উক্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগকারী মো: শফিকুল ইসলাম শফিক বিষয়টি জরুরিভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোরদাবী জানিয়েছেন ।