ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নের রসুলপুর (কুড়ের পাড় বাগান বাড়ির) মো: ফয়েজ উদ্দিনের পুত্র আলহাজ্ব মো: তারেক রিজভি মালিকানাধীন জমি থেকে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যর ৪টি রেন্ট্রি গাছ সহ ১৬০টি বাশঁ কেটে নেবার অভিযোগ পাওয়া গেছে।
নান্দাইল মডেল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানাগেছে, একই গ্রামের হাদিস মিয়া আল হাযি আজিজুল হক, নূরজাহান বেগম, জসিম উদ্দিন ও আবদুছ ছোবানের সাথে বাদী আলহাজ্ব মো: তারেক রেজভীর জমিজামা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ একাধিক বার মীমাংসার চেষ্ঠা করলেও বিবাদীদের কারনে কোন ফয়সালা করতে পরে নাই। (গত সোমবার সকল বিবাদীগন উল্লেখিত ভূমি থেকে ৪টি রেন্টি গাছ সহ ১৬০টি বাঁশ কেটে নিয়ে প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান আকন্দ জানান, উক্ত ঘটনার একটি লিখিত এজাহার পাওয়া গেছে। উপ-পরিদর্শক নূরে আলমকে তদন্তের দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। নিয়মিত মামলা রুজু করে আসামীদের গ্রেফতার করার ব্যবস্থা গ্রহন করা হবে।