মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জনশুমারি ও গৃহগননা -২০২১ প্রকল্পে ট্যাব সমূহ স্মার্ট বাংলাদেশ বির্নিমান এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা এর (সরকারী ও এমপিওভূক্ত) ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাধে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় এর আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মো:শাহরিয়ার রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিগারা সুলতানার সঞ্চালনায় উপজেলা হল রুমে ১২ ই এপ্রিল রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় ট্যাবলেট বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মাঈনুল ইসলাম,উপজেলা পরিসংখ্যান তদন্তকারী জহিরুল ইসলাম,উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী মো:সোহেল রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবুল বাশার সবুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান, দিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ বিশ্বাস,কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লেবু মিয়া, উপজেলা সরকারি ও এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।উক্ত প্রোগ্রামে শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন, পাটগ্রাম অনাথ বন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী রুসমিলা আক্তার,ঝিটকা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির মেধাবী ছাত্র মুন্নাফ হোসেন।