ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩ টি ইউনিয়নে ৫০ জন অনুমোদিত ডিলারের মাধ্যমে প্রতি জন উপকার ভোগী ৩০ কেজি হারে ৪৫০ টাকা জমা দিয়ে চাউল বরাদ্দ করা হয়েছে । অনুসন্ধানে জানা গেছে ডিলারগন খাদ্য গুদাম থেকে ৩০ কেজির বস্তার পরিবর্তে ৫০ কেজির বস্তা গ্রহন করছেন।
এতে করে ভোক্তা পর্য্যায়ে খোলা বস্তার ৩০ কেজির পরিবতে ২৫-২৬ কেজি করে চাল দিয়ে উপকার ভোগীদের বিদায় করা হচ্ছে। খাদ্য বান্দব কর্মসূচীর প্রতিটা ডিলারের দোকানের সামনে প্রকাশ্যে সাইন বোর্ড টানিয়ে দেওয়ার নির্দেশ থাকলেও অধিকাংশ ডিলারগন তা মেনে চলেন না।
এ ছাড়া ট্যাগ অফিসার গনের উপস্থিতিতে চাউল বিতরন করার নিদের্শনা থাকলেও অনেক ক্ষেত্র তা মানা হয়না। চাউল বিতরন শেষ করে ট্যাগ অফিসার দের স্বাক্ষর নেয়া হয়ে থাকে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর জানান সুনিদ্দিষ্ঠ অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। তিনি সংশ্লিষ্ঠ সকলকে সজাগ থাকার অহবান জানান। উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ দিলোয়ার হোসেন জানান, চাল কম দেওয়ার কোন সুযোগ নেই এই মাসে মনিটরিং জোরদার করা হবে। কাহারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে লাইসেন্স বাতিল করা হবে।