ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর সোনালী ব্যাংক লিঃ নান্দাইল শাখা থেকে বুধবার বেলা ২টার দিকে উদং মধুপুর গ্রামের কাঞ্চন মিয়ার স্ত্রী মোছাঃ আমেনা খাতুন (২৫) ১ লাখ টাকা উত্তোলনের পর ব্যাগে রেখে ব্যাংক থেকে বাহির হবার সময় অজ্ঞাত চোরেরা ব্যাগের চেইন খোলে ১লাখ টাকার পুরো বান্ডেল নিয়ে যায়।
উক্ত চুরির ঘটনায় মোছাঃ আমেনা খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার (৬ এপ্রিল ) নান্দাইল মডেল থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছে।
উল্লেখ্য, সোনালী ব্যাংক লিঃ নান্দাইল শাখাটি বাজারের এক কর্ণারে থাকায় গ্রাহকদের তীব্র যানজট মোকাবেলা করে ব্যাংকে লেনদেন করতে হয়। প্রায় সময় ব্যাংকে, ব্যাংকের বাহিরে চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে।
এছাড়া ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের বাহিরে কোন সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা গ্রহন করে নাই। ১ লাখ টাকা চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত সহ দায়ীদের আইনের আওতায় আনার জন্য জোরদাবী জানিয়েছেন নান্দাইলের মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।