ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের কৃঞ্চপুর (ইসলামপুর) গ্রামে সিংরইল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রীকে অস্ত্রের মুখে ধর্র্ষনের অভিযোগে বুধবার (৫ এপ্রিল) নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানাগেছে কৃঞ্চপুর গ্রামের মোঃ রুহুল মিয়ার বিবাহিত পুত্র ২সন্তানের জনক আকরামুল (২৫) এই ধষনের সাথে জড়িত। ধর্ষক ও ধর্ষিতার বাড়ি পাশাপাশি হওয়ায় খালি বাড়িতে ছাত্রীকে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষন করে। শুধু থাই নয় উক্ত ছাত্রীর নগ্র ছবি মোবাইলে তুলে রাখে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান আকন্দ জানান, বাদীর লিখিত লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে থানায় নিয়মিত মামলা নথিভুক্ত করে আসামী গ্রেফতার করার জোর অভিযান চলছে । উপ পরিদশর্ক মো : সুজন মিয়া মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছেন।