নান্দাইল উপজেলায় ২২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৯৩ জন স্বেচ্ছাসেবকের অংশ গ্রহণের মাধ্যমে রবিবার (৩রা এপ্রিল) ইফতার ও দোয়া মাহফিল উপজেলা বি.আর.ডি.বি হল রুমে অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও মাওলানা তারিক জামিলের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সমাজ সেবা অফিসার ইনসান আলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লেখক কলামিস্ট সাইদুর রহমান ভাই। নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেটের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসেন ভূইয়া, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল ডিজিটাল প্রেসকাবের সভাপতি জহিরুল ইসলাম লিটন, নান্দাইল মডেল প্রেসকাবের সভাপতি আহসান মাহমুদ কাদের ভূইয়া, ৪ নং ওয়ার্ড কমিশনার আহসানুল্লাহ সহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলায় কর্মরর্ত সাংবাদিকবৃন্দ, সমাজসেবক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। স্বেচ্ছাসেবকদের প্রতিপাদ্য ‘ “এসো হাতে হাত রেখে করি মানবসেবা” স্লোগানটি কার্যকর হবে। সকলের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে আগামীতে আরও জোড়ালোভাবে কার্যক্রম হাতে নিতে সাহস যোগাবে।