গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল সার্টিফিকেট বাণিজ্যের পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালন করলেন ভূক্তভোগী ও হাসপাতাল প্রশাসন। রোববার চিকিৎসকদের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তোপের মূখে পড়েন হাসপাতাল প্রশাসন। হাসপাতালের কনফারেন্স রুমে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্যে হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক বলেন, গত শনিবার (৩০ মার্চ) তিনি সহ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফারুক আহমেদ, ডা: শ্যামল চন্দ্র বাড়ৈ, ডাঃ হিটলার বিশ্বাসসহ হাসপাতালের ওয়ার্ড মাস্টার এবং কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে লাগামহীন দুর্ণীতি ও সার্টিফিকেট বানিজ্যের প্রতিবাদে ভূক্তভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ ঘটনার প্রতিবাদ জানাতে হাসপাতাল প্রশাসন সংবাদ সম্মেলন ডাকে। সেখানে অভিযুক্ত ডাক্তার ও কর্মচারীদের পক্ষে সাফাই গাইতে গিয়ে সাংবাদিকদের তোপের মূখে পড়েন সংবাদ সম্মেলন ডাকা চিকিৎসকেরা। এ সময় সভায় উপস্থিত থাকা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক ওই সব চিকিৎসক ও কর্মচারীদের নামে অভিযোগের পাহাড় তুলে ধরেন।