রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার রুম থেকে মনোয়ার হোসেন নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ আলম বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার রুম থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পিএসসির নন ক্যাডারে পরিবার পরিকল্পনায় মেডিকেল অফিসার হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন। মরদেহটি বর্তমানে ঘটনাস্থলে আছে বিস্তারিত পরে জানানো হবে।