সৌদি প্রবাসী পঙ্গু আপেল যেভাবে দেশে আসলেন শিরোনামে ইউটিউব চ্যানেল জেটিভি’তে একটি সচিত্র প্রতিবেদন প্রচার করা হয়। সংবাদটি প্রকৃত তথ্য গোপন করে নান্দাইল উপজেলার জাহাঙ্গীপুর ইউনিয়নের রুবেল নামে এক ব্যক্তি একক কৃতিত্ব নেবার সংবাদ প্রচারিত হয়।
প্রকৃত পক্ষে নিকসন সহ বেশ কয়েকজন দানশীল ব্যক্তির অর্থনৈতিক সহযোগিতায় পঙ্গু আপেল সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছে রুবেল তার একক অবদান প্রচার করে সকল সমাজ কর্মীদের হেয় করেছে। সংবাদে বলা হয়েছে দূতাবাস কোন সহযোগিতা করে নাই। প্রকৃত পক্ষে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের বাসিন্দা সৌদি আরব বিয়াদ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. হামিদুল হক পলাশ বাংলাদেশে আসার প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে সহযোগিতা করেছেন। পরিশেষে রুবেলকে বলতে চাই আপেল দেশে আসার বিষয়টি যৌথভাবে করা হয়েছে এই কথা বললে সবার জন্য ভাল হত। পরিশেষে জেটিভি এডমিনকে সংবাদটি প্রত্যাহার করার আহবান জানাই এবং সঠিকভাবে সংবাদটি পরিবেশনের আহবান জানিয়েছেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল ও সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু।